গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে শব্দ দূষণ,প্রতিকার ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত 204 0
গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে শব্দ দূষণ,প্রতিকার ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রেজানুর ইসলাম,গাজীপুর:
সোমবার ২৫/১০/২০২১ ইং গাজীপুর পরিবেশ অধিদপ্তর ও গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় `শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্প' এর আওতায় শিক্ষার্থীদের জন্য শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ,গাজীপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ জনাব প্রফেসর ডঃ এবিএম ইসমাইল হোসেন খান, সিভিল সার্জন গাজীপুর এর প্রতিনিধি ডাক্তার জাকিয়া সুলতানা,নাগরিক প্রতিনিধি অধ্যাপক মুকুল কুমার মল্লিক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ নয়ন মিয়া।
আলোচনা অনুষ্ঠানে শব্দ দূষণ বিষয়ে মূল আলোচনা উপস্থাপনা করেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন।
আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল শব্দ দূষণের কারণ,প্রতিকার এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও এর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকগণ,শিক্ষার্থীবৃন্দ,পরিবেশ অধিদপ্তর,গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ।